বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক শিশু উদ্ধার, চোর গ্রেফতার।

গত ইং ১৩/১১/২০১৯ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডের ও,টি,তে জনৈক মোঃ সৌরভ ও মোছাঃ নাহিদা এর নবজাতক পুত্র সন্তান জন্মের পরপরই মোছাঃ নাহিদা এর নানী অবেদা এর নিকট হইতে অজ্ঞাতনামা মহিলা চোর ও তাহার সহযোগীরা শিশু ওয়ার্ডে ভর্তির কথা বলিয়া উক্ত নবজাতক শিশুকে চুরি করিয়া নিয়া যায়। পরে অনেকে খোঁজাখুজি করিয়া উক্ত নবজাতক পুত্র শিশুকে পাওয়া যায় নাই। এই সংক্রান্তে নবজাতক শিশুর চাচা মোঃ ছামাদ, পিতা-মৃত জয়নাল সাকিদার, সাং-নলঘরিয়া, থানা-কাহালু, জেলা-বগুড়া এর অভিযোগের ভিত্তিতে বগুড়া সদর থানার মামলা নং-৪৮ তাং-১৩/১১/২০১৯ ইং ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১০(২)/৮ রুজু করা হয়। নবজাতক শিশু চুরির পর হইতে পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, বগুড়া ও অফিসার ইনচার্জ, সদর থানা বগুড়া দ্বয়ের নেতৃত্বে বগুড়া সদর থানা পুলিশ শিশুটি উদ্ধারের জন্য ব্যাপক তল্লাশী ও অভিযান শুরু করে। তল্লাশী ও অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে  ইং ১৪/১১/২০১৯ তারিখ রাত্রী অনুমান ১১.০০ ঘটিকার সময় আসামী ১। মোছাঃ রেশমা খাতুন(৩২), পিতা-মৃত সাত্তার মন্ডল, সাং-রামচন্দ্রপুর, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া এর হেফাজত হইতে চকলোকমান মধ্যপাড়াস্থ জনৈক মোঃ ফারুক হোসেন, পিতা-লোকমান হোসেন এর বাড়ী হইতে উক্ত নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয় এবং চুরির ঘটনায় জড়িত আসামী মোছাঃ রেশমা খাতুন(৩৫), পিতা-মৃত সাত্তার মন্ডল, সাং-রামচন্দ্রপুর, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করিয়া বগুড়া সদর থানায় নিয়া আসা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং জড়িত সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage