ইং ১৭/১১/২০১৯ তারিখে বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে নারুলী পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই মোঃ বেল্লাল হোসেন সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ আনোয়ার হোসেন @ পুটু (৫৫), পিতা- মৃত আমজাদ হোসেন স্থায়ী : গ্রাম- সাবগ্রাম (চান্দপাড়া) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়াকে ইং ১৭/১১/২০১৯ তারিখ ১১.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন নাটাইপাড়া বিলপাড়াস্থ জনৈক রাফি এর রাফসানা গ্যারেজের সামনে হইতে ১২০ পুড়িয়া গাঁজা ওজন ২০০ গ্রাম সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-৫৮, তারিখ- ১৭ নভে, ২০১৯; জি আর নং-১২৩২/২০১৯, তারিখ- ১৭ নভে, ২০১৯; সময়- সময় ১২.৩৫ মিনিট ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়।