সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমন রোধে ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে জেলা পুলিশ পাবনার জনসচেতনতা তৈরীর লক্ষে বিভিন্ন পদক্ষেপ

২২ মার্চ, ২০২০

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা তৈরীর লক্ষে বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে। জেলা পুলিশ, পাবনা এবং জেলা প্রশাসন যৌথভাবে জিনিষপত্রের দাম স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি এলাকায় বাজার মনিটরিং করতে শুরু করেছে। ভবিষ্যতে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। বাজারে নিত্যপন্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সবোর্চ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। কাজেই কোনভাবেই বিভ্রান্ত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত পন্য কেনা থেকে বিরত থাকবেন। কোন ব্যবসায়ী বা দোকানদার কোন পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য দাবি করলে নিম্নোক্ত নম্বরে(পুলিশ কন্ট্রোল রুম-০১৭৯৪৪৪৯১১৪) জেলা পুলিশকে অবহিত করুন। এসময় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক লিফলেট বিলি করেন সম্মানিত পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়।







সর্বশেষ সংবাদ