পুলিশ সুপার, পাবনা এর পক্ষ থেকে করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়

০৯ জুলাই, ২০২০

প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে সম্মুখ লাইনের যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য । সর্বত্র করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পরও নিরলস ভাবে কাজ করে যাচ্ছিল জেলা পুলিশ, পাবনা সকল সদস্যবৃন্দ। করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা মূলক কাজ করতে গিয়ে নমুনা দিয়ে টেস্ট করার পর কোভিড-১৯ পজেটিভ হয় জেলা পুলিশ, পাবনার ১৭ জন পুলিশ সদস্য। পরবর্তীতে পরপর দুইবার নমুনা দিয়ে টেস্টে নেগেটিভ আসে ১২ জন পুলিশ সদস্যের। আজ ০৬/০৭/২০২০ তারিখ তাদেরকে সুস্থ হিসেবে পাবনা পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পুলিশ সুপার, পাবনা এর পক্ষ থেকে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোছাঃ শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, পাবনা ও জনাব মোঃ শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(এসএএফ), পাবনা। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ