“পুলিশ মেমোরিয়াল ডে-২০২১” পালন ।

০৩ মার্চ, ২০২১

গত ১লা মার্চ/২০২১ খ্রিঃ কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পাবনা জেলা পুলিশের উদ্যোগে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের উপস্থিতি, আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান “পুলিশ মেমোরিয়াল ডে-২০২১” পালন করা হয়। পুলিশ সুপার কার্যালয়ে নিহতদের স্মরনে পুস্পস্তবক অর্পন শেষে পাবনা জেলা পুলিশ সাইন অডিটরিয়ামে আলোচনা সভা শেষে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে মান্যবর আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত উপহার, নগদ অর্থ এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার প্রদান করেন পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব রেজাউর রহিম লাল, চেয়ারম্যান জেলা পরিষদ পাবনা, জনাব খান মোহাম্মদ রেজওয়ান , পুলিশ সুপার সিআইডি , পাবনা; জনাব ফজলে এলাহী, পুলিশ সুপার, পিবিআই, পাবনা, জনাব এবিএম ফজলুর রহমান, সভাপতি প্রেসক্লাব পাবনা, জনাব আব্দুল মতিন খান, সভাপতি সংবাদপত্র সংগ্রাম পরিষদ, জনাব আসাদ সৈকত, সাধারন সম্পাদক, প্রেসক্লাব, পাবনা, বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান,জনাব শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি), জনাব মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) সহ জেলাধীন সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ ও ইউনিট ইনচার্জগন। আলোচনা সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ে নিহত পুলিশ সদস্যদের স্মরনে নির্মিত 'পুলিশ মেমোরিয়াল ওয়াল'এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার পাবনা মহোদয়।







সর্বশেষ সংবাদ