অপহরনকারীদের জিম্মি হতে একটি অসহায় জীবন উদ্ধার।

১৮ এপ্রিল, ২০২১

ডিজিটাল যুগে গ্রামের অতিসাধারণ মহিলার(স্ত্রীর)উপস্থিত বুদ্ধি ও পাবনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম মহোদয়ের দ্রুত পদক্ষেপে অপহরনকারীদের জিম্মি হতে একটি অসহায় জীবন উদ্ধার।পরবর্তীতে মুলহোতা মিরাজুল আটক ও আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান। গত ১৩/০৪/২০২১ ইং তারিখ বিকাল ৪-০০ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় আইজিপি স্যারের সাথে চলছে ভিডিও কনফারেন্স। এমন সময় এক বয়স্ক মহিলা উক্ত কার্যালয়ের নিচতলায় এসে কান্নাকাটি শুরু করে।পুলিশ সুপার পাবনা মহোদয় বিষয়টি জানতে পেরে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলমকে নির্দেশনা প্রদান করেন যে যেকোন মূল্যে অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে বলেন।এসপি মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত এসপি জনাব মাসুদ আলম ডিবি এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএমকে ডেকে নেন এবং দ্রুত ডিবি টিম রেডি করেন।তার স্বামী সাধারণ পেঁয়াজ ব্যবসায়ী বাড়ী আটঘরিয়া থানার লক্ষিপুর গ্রামে।পাবনার বিভিন্নহাটে পেঁয়াজ কিনে বিক্রি করে।ঘটনার দিন সকালে বাড়ী হতে ৫২,০০০/- টাকা নিয়ে বের হয় হাজিরহাট যাবার জন্য। পথে কে বা কাহারা তাকে অপহরণ করে এবং ফোন করে আরো ১,০০০০০/- টাকা দাবী করে বলে জানায় । বিকাশের দোকানদার সেজে অপহরণকারীদের সাথে কথা হয় ডিবি টিমের,তারা একটি বিকাশ নাম্বার দেয় এবং বলে ১,০০০০০/- টাকা না দিলে মেরে ফেলবে।অতিরিক্ত এসপি মাসুদ আলম মহিলার মুখে বিস্তারিত শুনে অতি অল্পসময়ে প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেন, গ্রামের সহজ-সরল মহিলা বারবার কান্নাজড়িত কন্ঠে জনাব মাসুদ আলম কে বলেন ওরা টাকা না দিলে আমার স্বামীকে মেরে ফেলবে,স্যার দয়াকরে উদ্ধার করে দেন।অতিরিক্ত এসপি মাসুদ আলমের নেতৃত্বে ডিবি টিম রওনা হয়। এসপি মহোদয়ের মুল নির্দেশনা যেকোনভাবে ভিকটিমকে অক্ষত উদ্ধার করতে হবে। নিশ্চিত হওয়া যায় বিকাশ নাম্বারের মালিক এলাকার খুবই খারাপ প্রকৃতির লোক ও ঘটনার মুলহোতা। তার বাড়ী পাবনা সদর থানার হামিদপুরে,তথ্য সঠিক হওয়ার সাথে সাথে অভিযান,অতিঃএসপি মাসুদ আলম গাড়ী বাদ দিয়ে হোন্ডায় সবার আগে চলে যায়।বিধিবাম গ্রামের শেষ মাথায় প্রায় বিশ বিঘার প্রাচীন পুকুর। পুকুরের ওপারে ভিকটিমকে আটকে রাখছে। পুকুরের পাড় পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার টিমের সবাই দৌড়ে যায়। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত হোন্ডা ও ভিকটিম শাহাদাৎ মোল্লাকে ফেলে পালিয়ে যায়। বিশাল পুকুরের কারনেই অপহরণকারী পালিয়ে যেতে সক্ষম হয়।আল্লাহর রহমতে সন্ধা ০৬ঃ০০ ঘটিকায় অসহায় ভিকটিম শাহাদাৎকে উদ্ধার করতে সক্ষম হয় পাবনা ডিবি টিম। গতকাল ১৫/০৪/২০২১ তারিখ অপহরণকারীদের মুলহোতা মিরাজুল শেখ(২৮)পিতা-রশিদ শেখ সাং-সালাইপুর থানা+জেলা পাবনাকে আটক করে জেলা ডিবি। আজ উক্ত আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। প্রাথমিক তদন্তে জানা যায় অপহরণকারীরা দীর্ঘদিন যাবৎ এই ধরনের অপরাধ করে চলছে।তারা টার্গেট অনুযায়ী ব্যবসায়ীদের অপহরণ করে, মহিলা দিয়ে আপত্তিকর ছবি তুলে চাঁদাবাজি করা এই চক্রের কাজ। আসামীর ছবি।







সর্বশেষ সংবাদ