ঈশ্বরদী থানা পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় মাঝনদীতে বিকল ট্রলার থেকে ভ্রমনপিপাসুদের উদ্ধার।

০২ সেপ্টেম্বর, ২০২১

ঈশ্বরদী থানা পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় মাঝনদীতে বিকল ট্রলার থেকে ভ্রমনপিপাসুদের উদ্ধার গত ইং  ২১/০৮/২১ খ্রিঃ তারিখ রাতে ৩৫ সদস্যের একটি পিকনিক টিম ট্রলারে ঈশ্বরদী থানা সংলগ্ন পদ্মা নদীতে সাঁড়া থেকে লক্ষীকুন্ডা ফেরার পথে হার্ডিঞ্জ ব্রীজের কিছুটা উজানে হঠাৎ করে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর মাঝিরা ট্রলারটিকে মাঝ নদীতেই নোঙ্গর ফেলে আটকানোর চেষ্টা করলেও পদ্মায় বর্তমানে প্রচুর স্রোতের কারনে তা প্রায় অসম্ভব হয়ে পরেছিল। এতে যাত্রীগণ অত্যন্ত আতঙ্কিত হয়ে পরে যে যেকোন সময় ট্রলারটি স্রোতের টানে ছুটে গিয়ে পর পর দুইটি অর্থাৎ হার্ডিঞ্জ ব্রীজ অথবা লালন শাহ সেতুর যে কোনটির পিলারের সহিত প্রবল বেগে ধাক্কা খেয়ে ট্রলার ভেঙ্গে যাওয়াসহ তাদের সলিল সমাধি হতে পারে। তাই তারা সকলেই ভয়ে চিৎকার করতে শুরু করে। সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ঈশ্বরদী থানা পুলিশ ও নৌ- পুলিশের সাহসী সদস্যগণ স্হানীয় জেলেদের সহায়তায় পিকনিক টিমের সকল সদস্যকে নিরাপদে ডাঙ্গায় নিয়ে আসেন। এতে সকলেই যেন হাফ ছেড়ে বাঁচেন এবং তারা যেন তাদের হারানো প্রাণ ফিরে পান। তাদের প্রত্যেকের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শুভ কামনা।







সর্বশেষ সংবাদ