জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে ভোজ্য সয়াবিন তেল জব্দ ও জরিমানা।

১৬ মে, ২০২২

জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে ভোজ্য সয়াবিন তেল জব্দ ও জরিমানা। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলায় মজুদকৃত ভোজ্য সয়াবিন তেল উদ্ধার করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি অভিযানিক দল গত ১১/০৫/২০২২ ইং তারিখ রাত্রী ০৮.৩০ ঘটিকার সময় পাবনা জেলার সদর থানাধীন দিলালপুর সাকিনস্থ উত্তম কুমার কুন্ডু পিতা-মৃতঃ বিরেন্দ্র নাথ কুন্ডু সাং-দিলালপুর থানা ও জেলা-পাবনা এর গোডাউন হইতে ৪৬,৪০০( ছেচল্লিশ হাজার চারশত) লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। উত্তম কুমার কুন্ডু তার গোডাউনে উক্ত সয়াবিন তেল গুলো বাজারে না ছেরে অধিক মুনাফা অর্জন করার লক্ষে মজুত করেছিল। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুল হাসনাত উক্ত গোডাউন এর মালিক উত্তম কুমার কুন্ডু কে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন এবং অনাদায়ে তিন মাসের করাদন্ড প্রদান করেন।উক্ত জব্দকৃত ভোজ্য তেল দুই দিনের মধ্যে সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে বিক্রয় করার নির্দেশ প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখা, পাবনার ভোজ্য সয়াবিন তেল উদ্ধার অভিযান অব্যহত থাকবে।







সর্বশেষ সংবাদ