জেলা গোয়েন্দা শাখা, পাবনা কর্তৃক ভেজাল বিরোধী অভিযান

০১ নভেম্বর, ২০২২

গত ০৮/১০/২০২২ইং তারিখ পাবনা টাইমস ২৪.কম অনলাইন পত্রিকায় "পাবনা-সিরাজগঞ্জে নকল দুধ ও ঘিয়ের ব্যবসা রমরমা" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রেক্ষিতে মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে ভেজাল পন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করলে জেলা গোয়েন্দা শাখা, পাবনার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)মোঃ জিন্নাত সরকার সহ একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ইং-১৯/১০/২০২২ তারিখ পাবনা সাথিয়া থানাধীন সোনাতলা ঘোষপাড়া সাকিনের মানিক ঘোষ ওরফে কালু ঘোষ এর বসত বাড়ীতে ঘি তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সহকারী কমিশনার ভুমি, সাঁথিয়া জনাব মনিরুজ্জামান এর উপস্থিতিতে মোট ৪৫০০ (চার হাজার পাঁচশত) কেজি ঘি কারখানায় মজুদ পাওয়া যায়। ম্যাজিষ্ট্রেটের নির্দেশে মোঃ রেজাউল করিম, সেনেটারি ইন্সপেক্টর, সাঁথিয়া, পাবনা উক্ত ঘি এর মধ্যে কোন ভেজাল আছে কিনা তাহা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। নমুনা ঘি বিএসটিআই কর্তৃক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা গোয়েন্দা শাখা, পাবনা কর্তৃক ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।







সর্বশেষ সংবাদ