২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোউসর্গকারী সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন পুলিশ সুপার, পাবনা

২৮ মার্চ, ২০২৩

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোউসর্গকারী সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন পুলিশ সুপার, পাবনা। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (২৬ মার্চ) রবিবার সকাল ৬.০০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ে দুর্জয় পাবনা, পুলিশ সুপার কার্যালয়ে ভাস্কর্য অম্লান-৭১, পুলিশ লাইনস মাঠে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত স্মৃতিসৌধ, জেলা পুলিশের উদ্যোগে নির্মিত বালিয়াহালট স্মৃতিসৌধে জনাব মোঃ আকবর আলি মুনসী, পুলিশ সুপার ,পাবনা মহোদয়ের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পাবনা জেলা পুলিশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন করেছে। পুলিশ সুপার ও পাবনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির সুর্য সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদের প্রতি সন্মান প্রদর্শণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্), ডি.এম হাসিবুল বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), অফিসার ইনচার্জ, পাবনা সদর থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ