জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ০১(এক) কেজি গাঁজা এবং দুইজন মাদক ব্যবসায়ী ০৫(পাঁচ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার

০৩ অক্টোবর, ২০২৩

জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ০১(এক) কেজি গাঁজা এবং দুইজন মাদক ব্যবসায়ী ০৫(পাঁচ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার। মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ০২/১০/২০২৩ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা এএসআই(নিরস্ত্র)মোঃ সুলতান আলী শেখ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন কুলুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ আজম খাঁ (৫০), পিতাঃ মৃতঃ সাদেক খাঁ, সাং-শ্রীপুর পূর্ব রাঘবপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, ২। মোঃ মোবারক আলী (৩৫), পিতাঃমৃতঃ মোজাহার মোল্লা, সাং-শ্রীপুর পূর্ব রাঘবপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ০১(এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিরস্ত্র) মোঃ মামুন অর রশিদ, এএসআই(নিরস্ত্র) মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান পরিচানা করিয়া মাদক ব্যবসায়ী ১. মোঃ সেলিম মন্ডল (৩০), পিতাঃ মোঃ জসিম মন্ডল, সাং-বাংলাবাজার রুপকথার গলি, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা, ২। মোঃ রুমন প্রাং (৩২), পিতাঃ মোঃ ইকতার প্রাং, সাং-বাংলাবাজার রুপকথার গলি, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদ্বয়কে ০৫(পাঁচ) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।







সর্বশেষ সংবাদ