আমিনপুর থানার মামলা নং-০৭, তারিখ-১১/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন

২০ অক্টোবর, ২০২৩

পাবনা জেলাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী, মহোদয়ের দিক নির্দেশনায়,  সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) জনাব মোঃ রবিউল ইসলাম এর  প্রত্যেক্ষ তত্বাবধানে, আমিনপুর থানার অফিসার ইনচার্জ জনাব মো: আনিছুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এসএম নুরুজ্জামান, এসআই(নি:) মোঃ শাহাদত হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটি করার সময় আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নের বাঁধেরহাট রেলক্রসিং সংলগ্ন স্প্রীড ব্রেকারের নিকট আসামী ১.  মোঃ জুয়েল শেখ(২৭), পিতা-মোঃ রাজেশ শেখ , গ্রাম- কাবাসকান্দা, ২.  মোঃ সেলিম মোল্লা (২২), পিতা-মোঃ মোশারফ মোল্লা , গ্রাম- হরিদেবপুর, ৩.  মোঃ জাহাঙ্গীর শেখ ওরফে শাহিন(২৬), পিতা-মোঃ মোক্তার শেখ , গ্রাম- আহাম্দপুর মধ্যপাড়া, ৪. মোঃ রাকিব খান (২৩), পিতা-মোঃ ইসাহাক খান গ্রাম- নয়াবাড়ী, ৫. মোছাঃ জান্নাতুল মাওয়া ওরফে শিরিন(২৮), পিতা-মোঃ ফজলু শেখ (দাদা-মৃত রায়হান শেখ) ,স্থায়ী: গ্রাম- দড়িমালঞ্চি, সর্বথানা- আমিনপুর, জেলা -পাবনাগন ভিকটিম দ্বয়কে মারপিট ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করিয়া মোবাইল ফোন, নগদ টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার  সময় এসআই(নি:) মোঃ শাহাদত হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করে এবং সূত্রে বর্ণিত মামলায় তাদের  গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে  প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ