Police Station Image

About Thana

সুজানগর থানার ২৩’৪৮ উত্তর অক্ষাংশ হতে ২৪’০০ উত্তর অক্ষাংশ এবং ৮৯’২৩ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৮৯’৩৯ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই থানার পূর্বে বেড়া থানা ও আমিনপুর থানা, পশ্চিমে পাবনা সদর থানা, উত্তরে সাঁথিয়া থানা, দক্ষিনে পদ্মা নদী। পদ্মা নদী বাহিত পলিদ্বারা সৃষ্ট প্লাবন সমভূমির উপর অবস্থিত এ জনপদের অনেক সমৃদ্ধ এবং রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। সুজানগরের আদি নাম গোবিন্দগঞ্জ। মুগল সম্রাট শাহ্জাহানের রাজত্বকালের শেষভাগে তার পুত্রদের মধ্যে রাজ সিংহাসনের দখল নিয়ে যে বিরোধের সুত্রপাত হয় তার ধারাবাহিকতায় যুবরাজ শাহ সুজা আরাকানে পালিয়ে যান। তিনি আরাকান গমনকালে সুজানগরে ৩ রাত অবসহান করেন। যুবরাজ শাহ সুজার এই অবসহানকে চিরস্বরনীয় করে রাখার জন্য এতদঞ্চলের মানুষ এ জনপদের নামকরণ করেন সুজানগর । ১৯২৬ সালে অত্র থানাটি প্রতিষ্ঠিত হয়।

Contact Info

অফিসার ইনচার্জ সুজানগর থানা, পাবনা।

01320-128742

ocsujanagarpabna@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত) সুজানগর থানা, পাবনা ।

01320-128743

ডিউটি অফিসার সুজানগর থানা, পাবনা ।

01320-128747

০৭৩২৯-৫৬১০৩