গোদাগাড়ী মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করিয়া ১০৫(একশত পাঁচ) গাঁজা সহ আসামী গ্রেফতার।

০৪ জানুয়ারী, ২০২০

জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নিদের্শক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব  নিত্যপদ দাস  এর নের্তত্বে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ও  ফোর্স  মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া গোদাগাড়ী থানাধীন কাঁকন পৌরসভাস্থ ধৃত আসামী মোঃ শেহের আলী এর বসতবাড়ীর দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী ঘর হইতে  ০৩/০১/২০২০ তারিখ ০০.২০ হইতে ০০.৩০ ঘটিকার সময়  আসামী ১। মোঃ শেহের আলী (৫২), পিতা- মৃত রুস্তম আলী,সাং-কাকনপাড়া, থানা-গোদাগাড়ী,জেলা-রাজশাহীকে  অবৈধ মাদকদ্রব্য ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার করেন।   







সর্বশেষ সংবাদ