দূর্গাপুরে ইয়াবা সহ ০১ জন আসামী গ্রেফতার

০৭ জানুয়ারী, ২০২০

পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নিদেশনায় মোসাঃ খুরশীদা বানু (কনা), অফিসার ইনচার্জ, দূর্গাপুর থানা, রাজশাহী এর নেতৃত্বে এসআই মোঃ মাসুদ রানা, এএসআই মোঃ শাফিরুল ইসলাম, এএসআই মোঃ এরশাদ আলী, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান সকলেই দুর্গাপুর থানা, রাজশাহীগণ ০৬/০১/২০২০ খ্রিঃ তারিখ ১৬.১৫ ঘটিকায় দূর্গাপুর থানাধীন সুখানদিঘী পশ্চিমপাড়া গ্রামস্থ মোঃ লালন (২৬), পিতা-ওসলিম @ তসলিম এর বসত বাড়ীর সামনে কাচা রাস্তার উপর থেকে ১৫ পিচ ইয়াবা সহ আসামী মোঃ লালন (২৬), পিতা-ওসলিম @ তসলিম, সাং-সুখানদিঘী পশ্চিমপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ