
দূর্গাপুরে হেরোইন ও ইয়াবা সহ ০২ জন আসামী এবং ইয়াবা সেবনের অপরাধে ০১ জন আসামীকে গ্রেফতার
১১ জানুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নিদেশনায় মোসাঃ খুরশীদা বানু (কনা), অফিসার ইনচার্জ, দূর্গাপুর থানা, রাজশাহী এর নেতৃত্বে পিএসআই (নিঃ)/মোঃ নাজমুল হক সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ এরশাদ আলী, এএসআই (নিঃ)/মোঃ আরিফুল ইসলাম, কং/১৫৪৭ মোঃ জুয়েল রানা, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান সকলেই দুর্গাপুর থানা, রাজশাহীগণ ১০/০১/২০২০ খ্রিঃ তারিখ ১৪.২০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন আনুলিয়া পূর্বপাড়া গ্রামস্থ মোঃ হুমায়ন কবির @ রকেট (৪৫), পিতা-মৃত নুরুল ইসলাম @ টুকু এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গা থেকে আসামী ১। মোঃ হুমায়ন কবির @ রকেট (৪৫), পিতা-মৃত নুরুল ইসলাম @ টুকু, সাং-আনুলিয়া পূর্বপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীর হেফাজত হতে জব্দ তালিকা মূলে ১। ০১টি সাদা পলিথিনে মোড়ানো ০১ (এক) গ্রাম হেরোইন, যার মূল্য অনুমান ৪,৫০০/-(চার হাজার পাঁচশত) টাকা, আসামী ২। মোঃ মজনু রহমান (৩৫), পিতা-মোঃ আঃ জব্বার, সাং-গণকৈড়, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীর হেফাজত হতে জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত ০১টি সাদা পলিথিনে মোড়ানো ০৭ (সাত) পিচ এ্যাম্ফিটামিন যুক্ত লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট, ওজন (০.০৯´০৭)=.৬৩ গ্রাম, মূল্য অনুমান (০৭´২০০)=১,৪০০/-(এক হাজার চারশত) টাকা এবং ইয়াবা সেবনরত অবস্থায় আসামী ৩। মোঃ ইন্তাজ আলী প্রাং (৪৫), পিতা-মোঃ হারুন রশিদ প্রাং, সাং-কয়ামাজমপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।