
Posted Date
: 12 Jan 2020
Posted By
: Thana
দূর্গাপুরে ইয়াবা সহ আসামী গ্রেফতার
১২ জানুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোসাঃ খুরশীদা বানু (কনা) এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ আরিফুল ইসলাম, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ ১১/০১/২০২০ খ্রিঃ তারিখ ১৪.৩৫ ঘটিকায় দূর্গাপুর থানাধীন পারিলা হতে মাড়িয়া গামী কাচা রাস্তার পশ্চিম পার্শ্বে মোঃ গোলাপ হোসেন (৩৫), পিতা-মোঃ নহির প্রাং, সাং-পারিলা এর পান বরজের পূর্ব-দক্ষিণ কোনে থেকে ০৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ শাহাজামাল (৩৫), পিতা-মৃত মজিবর রহমান, সাং-পারিলা, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।
সর্বশেষ সংবাদ