.jpg)
দূর্গাপুরে চোলাই মদ সেবনের অপরাধে আসামী গ্রেফতার
১২ জানুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোসাঃ খুরশীদা বানু (কনা) এর নেতৃত্বে পিএসআই (নিঃ)/মোঃ সেলিম আলী সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ আজমল হোসেন, এএসআই (নিঃ)/পলাশ কুমার সরকার, কং/৮৮১ মোঃ পলাশ মিয়া, কং/১০১৪ মোঃ শাহিন বাবু, কং/৭৩৫ মোঃ আগমন সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ ১১/০১/২০২০ খ্রিঃ তারিখ ১৮.২০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন দেবীপুর উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর-পশ্চিম কোনে ফাঁকা জায়গায় থেকে চোলাই মদ সেবনের অপরাধে আসামী ১। মোঃ ফছির উদ্দিন প্রাং (৪২) পিতা- মৃত কেকু, সাং- দেবীপুর ঝোপদুয়ারপাড়া, ২। মোঃ মিলন (২৫) পিতা- আব্দুস সালাম, সাং- শালঘরিয়া, ৩। মোঃ দেলোয়ার হোসেন (২২) পিতা- আব্দুল আজিজ, সাং- দেবীপুর ঝোপদুয়ারপাড়া, ৪। মোঃ কাউছার আলী (২৭) পিতা- মোঃ কাশেম আলী, সাং- শ্যামপুর ৫। মোঃ বাবলু (৪৫) পিতা- মৃত সমশের, সাং- দেবীপুর ঝোপদুয়ারপাড়া, ৬। মোঃ আবুল কালাম (৩৬) পিতা- মৃত বিচ্ছেদ আলী, সাং- দেবীপুর নামোপাড়া, সর্ব থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীগনকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।