দূর্গাপুরে গাঁজা সেবনের অপরাধে ০৩ জন আসামী গ্রেফতার

১৩ জানুয়ারী, ২০২০

পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোসাঃ খুরশীদা বানু (কনা) এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম, সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ এরশাদ আলী, এএসআই (নিঃ)/ মোঃ সামছুল আলম, কং/১০১২ মোঃ সোহেল রানা সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ ১১/০১/২০২০ খ্রিঃ তারিখ ২২.৪০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন দাওকান্দি নামোপাড়া গ্রামস্থ মোঃ মোকাররম হোসেন (৪০) পিতা- মৃত সিদ্দিক এর আম বাগান এর মধ্যে থেকে গাঁজা সেবনের অপরাধে আসামী ১। মোঃ রাসেল (২৪) পিতা- মোঃ ওয়াহেদ মোল্লা, ২। মোঃ আতাহার আলী (৩২) পিতা- মোঃ মেছের আলী, ৩। মোঃ বখতিয়ার @ বকতার (২৮) পিতা- মৃত বাছের আলী, সর্ব সাং- দাওকান্দি মধ্যপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীগণকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ