
দূর্গাপুরে গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে ০৪ জন এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ০১ জন গ্রেফতার।
১৭ জানুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোসাঃ খুরশীদা বানু (কনা) এর নেতৃত্বে পিএসআই (নিঃ)/মোঃ সেলিম আলী সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ আরিফুল ইসলাম, কং/১৫৪৭ মোঃ জুয়েল রানা, কং/৬৫৩ মোঃ জাকির হোসেন, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান ১৫/০১/২০২০ খ্রিঃ তারিখ ১৮.৩০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন রৈপাড়া সরকারপাড়া গ্রামস্থ জনৈক আলহাজ্ব মোন্তাজ সরকারের বাড়ীর পশ্চিম পার্শ্বে মোঃ আলাল, পিতা-মৃত হারেজ সরকার এর আম বাগানের মধ্যে আসামী ১। মোঃ সাহাবুল প্রাং (৫২), পিতা-মৃত সিরাজ প্রাং, ২। মোঃ হোসেন মন্ডল (৩৫), পিতা-মৃত উমেদ মন্ডল, ৩। মোঃ জয়নাল আবেদীন (৩৫), পিতা-মোঃ আক্কেল আলী, সর্ব সাং-রৈপাড়া সরকারপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীগণকে গাঁজা (মাদক) সেবনরত অবস্থায় এবং এসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ আজমল হোসেন, এএসআই (নিঃ)/মোঃ সাফিরুল ইসলাম, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান ১৫/০১/২০২০ খ্রিঃ তারিখ ১৯.২০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন বাজুখলসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা হইতে আসামী মোঃ আজিজুল হক (৩৫), পিতা-মোঃ আঃ হামিদ শাহ, সাং-বাজুখলসী মন্ডলপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে গাঁজা সেবনরত অবস্থায় এবং এসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ আজমল হোসেন, এএসআই (নিঃ)/মোঃ সাফিরুল ইসলাম, কং/১৩৬২ মোঃ আবু তালহা, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান ১৫/০১/২০২০ খ্রিঃ তারিখ ২০.৪০ ঘটিকায় আসামী মোঃ তুষার ইমরান (১৯), পিতা-মোঃ তসলেম উদ্দিন, সাং-শিরোলিয়া, পোঃ হাটগোদাগাড়ী, থানা-পবা, মহানগর রাজশাহী কে দূর্গাপুর থানাধীন গগনবাড়িয়া মোড়স্থ জনৈক মোঃ নিজামের চায়ের দোকানের দক্ষিন পার্শ্বে ফাঁকা জায়গা হইতে চোলাই মদ সেবনরত অবস্থায় গ্রেফতার করেন এবং জিআর ১৭৩/১৯ (দূর্গাপুর ) সংক্রান্তে আসামী মোঃ টুটল পিতা- আমজাদ, সাং-চৌবাড়িয়া, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।