
দূর্গাপুরে ইয়াবা সহ আসামী গ্রেফতার
১৭ জানুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ দূর্গাপুর থানা, রাজশাহী এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ সাফিরুল ইসলাম, এএসআই (নিঃ)/মোঃ আজমল হোসেন, কং/১৩৬২ মোঃ আবু তালহা, কং/৭৮৭ মোঃ ইলিয়াস হোসেন, কং/১০৯৩ মোঃ নুরনবী সকলেই, ড্রাইঃ কং/৭৭৭ মোঃ রাসেল হোসেন, দূর্গাপুর থানা, রাজশাহীদের সহায়তায় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শিপন আলী (৩০) পিতা- মোঃ কামাল আলী, ২। মোঃ আলীম শেখ (১৯) পিতা- মোঃ আলেপ শেখ, উভয় সাং- মহিন্দ্রপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া ৩। মোঃ আজমীর শেখ (২৮) পিতা- মোঃ এবাদুল শেখ, সাং- কাশিয়াডাঙ্গা, থানা- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা ৪। মোঃ মুরাদুল ইসলাম (২৫) পিতা- মোঃ আবু বক্কর, সাং- সারানপুর, থানা- পবা, জেলা- রাজশাহীগণকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১৫/০১/২০২০ খ্রিঃ তারিখ ২২.৪০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন গগনবাড়ীয়া গ্রামস্থ মোঃ খুসবর আলী (৪০) পিতা- মৃত মকবুল হোসেন এর ইট ভাটার পশ্চিম পার্শ্বের দক্ষিন কর্ণারে লেবারদের থাকার ইটের তৈরী ঘরের মধ্যে থেকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।