দূর্গাপুরে গাঁজা সহ আসামী গ্রেফতার

১৮ জানুয়ারী, ২০২০

পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ দূর্গাপুর থানা, রাজশাহী এর নেতৃত্বে পিএসআই মোঃ সেলিম আলী সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ সাফিরুল ইসলাম, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান ১৭/০১/২০২০ খ্রিঃ তারিখ ০৯.৩০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন আমগ্রাম জাগিরপাড়া গ্রামস্থ মোঃ তজিবুর রহমান (৩৫), পিতা-মোঃ মকছেদ মাল এর বসত বাড়ীর উঠান হইতে আসামী মোঃ তজিবুর রহমান (৩৫), পিতা-মোঃ মকছেদ মাল, সাং-আমগ্রাম জাগিরপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে ০১টি সাদা পলিথিনে রক্ষিত ১০ (দশ) পুরিয়া গাঁজা, যার ওজন কাগজসহ ১০ (দশ) গ্রাম সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ