
Posted Date
: 30 Jan 2020
Posted By
: Thana
দূর্গাপুরে ইয়াবা সহ আসামী গ্রেফতার
৩০ জানুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ দূর্গাপুর থানা, রাজশাহী এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ সারওয়ার জাহান, এএসআই (নিঃ)/মোঃ এরশাদ আলী, কং/১৩৬২ মোঃ আবু তালহা ইং ২৮/০১/২০২০ তারিখ রাত্রী ২৩.২০ ঘটিকার সময় দূর্গাপুর থানাধীন পুরান তাহেরপুর গ্রামস্থ মোঃ মোন্তাজ প্রাং (৪৫), পিতা-মৃত মুনসুর প্রাং এর বসত বাড়ীর ভিতর হতে মোঃ মোন্তাজ প্রাং (৪৫), পিতা-মৃত মুনসুর প্রাং, স্থায়ী সাং-পালশা, বর্তমান সাং-পুরান তাহেরপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে ২০ (বিশ) পিচ এ্যাম্ফিটামিন যুক্ত লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।
সর্বশেষ সংবাদ