
দূর্গাপুর চোলাই মদ সেবনের অপরাধে ০৩ জন আসামী গ্রেফতার।
০২ ফেব্রুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা, রাজশাহীর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় কং/৯৪৭ মোঃ জাহাঙ্গীর আলম, কং/১০১৪ মোঃ শাহিন বাবু, কং/১১৫৭ মোঃ ফরিদ শেখ, ড্রাইঃ কং/৭৭৭ মোঃ রাসেল হোসেন, সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ ৩১/০১/২০২০ খ্রিঃ তারিখ ২২.৫৫ ঘটিকায় দূর্গাপুর থানাধীন পালশা পশ্চিমপাড়া গ্রামস্থ মোসাঃ হাজেরা (৬০) স্বামী- মোঃ কামাল মির্জা এর ১ম তলা বিশিষ্ট বসতবাড়ীর ছাদের উপর থেকে চোলাই মদ সেবনের অপরাধে আসামী ১। মোঃ নাহিদ (১৯) পিতা- মোঃ মাইজুদ্দিন, সাং-রায়শাহ্ বাজার জংশন রোড, বাড়ী নং- ৬১ ২। মোঃ শহিদ (২১) পিতা- মোঃ মজিবর, সাং-রায়শাহ্ বাজার জংশন রোড, বাড়ী নং- ৭/৫ ৩। মোঃ সজল (২১) পিতা- মোঃ হাবু, সাং-রায়শাহ্ বাজার জংশন রোড, বাড়ী নং- ২৭, সর্ব থানা-সূত্রাপুর, মহানগর ঢাকাদেরকে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।