
Posted Date
: 07 Feb 2020
Posted By
: Thana
দূর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
০৭ ফেব্রুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোসাঃ খুরশীদা বানু (কনা) এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ আব্দুল খালেক, এএসআই (নিঃ)/মোঃ সারওয়ার জাহান, এএসআই (নিঃ)/মোঃ আরিফুল ইসলাম সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ ০৬/০২/২০২০ খ্রিঃ তারিখ ০০.২০ ঘটিকার সময় সিআর মামলা নং-৫৬/১৩, মহানগর দায়রা মামলা নং-১৪৭১/২০১৩ এর ০১ বছরের সাজাপ্রাপ্ত ও ৫০,৫৩,১৮২/-টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোঃ সাহাদ আলী, প্রোপাইটর-মেসার্স লিটন এন্টার প্রাইজ, পিতা-মৃত আহম্মদ আলী, সাংÑরসুলপুর, পোঃ হরিরামপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। আসামীকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ