
দূর্গাপুরে ওয়ারেন্টভূক্ত আসামী ০১ জন, গাঁজা সেবনের অপরাধে ০২ জন এবং ইয়াবা সহ ০১ জন আসামী গ্রেফতার।
১৭ ফেব্রুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোসাঃ খুরশীদা বানু কনা এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ আঃ খালেক সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ সারওয়ার জাহান, এএসআই (নিঃ)/মোঃ সাফিরুল ইসলাম, কং/১৩৩৭ মোঃ আতিকুর রহমান সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ গত ১৬/০২/২০২০ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন মাড়িয়া গ্রামস্থ মোঃ আজিজুল ইসলাম, পিতা-নজরুল ইসলাম এর দোকানের পিছনে ফাঁকা জায়গা থেকে গাঁজা সেবনের অপরাধে আসামী ১। মোঃ লিটন আলী (৩০), পিতা-মোঃ হারেজ আলী, সাং-মাড়িয়া, পোঃ হরিরামপুর, ২। মোঃ আঃ মান্নান (৪২), পিতা-মৃত আঃ সাত্তার, সাং-বাজুখলসী, উভয় থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন এবং এসআই (নিঃ)/মোঃ মিজানুর রহমান খোন্দকার সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ সাফিরুল ইসলাম, এএসআই (নিঃ)/মোঃ সারওয়ার জাহান, কং/১৩৩৭ মোঃ আতিকুর রহমান সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ গত ১৬/০২/২০২০ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন ব্র²পুর গাংধারীপাড়া গ্রামস্থ মোঃ জবরুত আলী (৪০), পিতা-মৃত নুরুল ইসলাম এর বসত বাড়ীর ভিতর থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ জবরুত আলী (৪০), পিতা-মৃত নুরুল ইসলাম, সাংÑব্র²পুর গাংধারীপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ০১ জন সিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দে প্রক্রিয়া অব্যাহত আছে।