
মোহনপুরে নারী ও শিশু মামলার ০৩ (তিন) আসামী গ্রেফতার।
১৮ ফেব্রুয়ারী, ২০২০
মোহনপুর থানার বড়াইল এলাকার মোঃ আজাহার আলী (৪০), পিতা- মোঃ দবির উদ্দিন মন্ডল এর মেয়ে মোসাঃ আমেনা বেগম (২০)কে গত ১৫/০২/২০২০ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকার সময় এজাহার নামীয় ১নং আসামী রনি এর পূর্ব ভিটার পশ্চিম দূয়ারী শয়ন ঘরে আসিয়া উপরোক্ত গ্রেফতারকৃত আসামীগনসহ এজাহার নামীয় অপরাপর আসামীগন পরস্পর যোগসাজসে আমেনাকে তার বাবার নিকট হইতে যৌতুক হিসেবে নগদ ১,০০,০০০/- টাকা আনিয়া দিতে বলে। আমেনা যৌতুকের টাকা আনিতে অস্বীকার করিলে আসামীগন আমেনাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এলোপাথারীভাবে কিল, ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে কালশিরা বেদনাযুক্ত জখম করে। একপর্যায়ে ১নং আসামী রনি আমেনাকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক একটি ট্যাবলেট খাওয়ায়। ট্যাবলেট খাওয়ার কিছুক্ষন পর হইতে আমেনার শরীর অবশ হয়ে যায় এবং মুখ দিয়ে আর কোন কথা বলিতে পারে না। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া মোহনপুর থানার মামলা নং-১৭ তাং-১৬/০২/২০২০ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১১(ক)/৩০ রুজু করা হয়। পরবর্তীতে উক্ত রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহমেদ এর নেতৃত্বে এসআই/মোঃ মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স কর্তৃক উক্ত মামলার এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আঃ মান্নান (৫২) পিতা- মোঃ জহির উদ্দিন প্রাং ২। মোঃ আঃ খালেক (৪০) উভয় পিতা- মোঃ জহির উদ্দিন প্রাং ৩। মোঃ কাউছার আলী (২৫) পিতা- মোঃ আঃ মান্নান সর্ব সাং- চকআলম থানা- মোহনপুর জেলা- রাজশাহীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।