
মোহনপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার।
১৮ ফেব্রুয়ারী, ২০২০
মোহনপুর থানার সিন্দুরী এলাকার মোঃ তৈয়ব আলী শেখ (৫৫), পিতা- মৃত তাহারুল্লাহ শেখ এর মেয়ে মোহনপুর দাখিল মাদ্রাসায় ৯ম শ্রেনীর ছাত্রী মোসাঃ নাজমিন খাতুনকে গত ২০/০১/২০২০ খ্রিঃ তারিখে দুপুর অনুমান ০১:২০ ঘটিকার সময় আসামী মোঃ আঃ হাকিম মন্ডল (২৫) পিতা- মোঃ শামছুল মন্ডল সাং- সিন্দুরী থানা- মোহনপুর জেলা- রাজশাহী ভিকটিমের ফুফু মোসাঃ আলিয়া বিবি এর বাড়ীতে যাওয়ার সময় ভিকটিমের বাড়ীর দক্ষিন পার্শ্বে জনৈক মোঃ কামাল হোসেনের পান বরজের নিকটে পৌঁছাইলে উপরোক্ত আসামী আঃ হাকিম বিবাহের প্রলোভন দিয়া ফুসলাইয়া উক্ত পান বরজের পূর্ব-দক্ষিন কোণে নিয়ে গিয়ে ভিকটিমের পড়নের কাপড় খুলিয়া ধর্ষন করে এবং পরবর্তীতে বিবাহ করিবে বলিয়া চলিয়া যায়।পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া মোহনপুর থানার মামলা নং-১৮ তাং-১৬/০২/২০২০ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১)রুজু করা হয়। পরবর্তীতে উক্ত আসামীকে গ্রেফতারের জন্য রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে এসআই/মোঃ আবু তাহের সহ সঙ্গীয় ফোর্স কর্তৃক আসামী ১। মোঃ আঃ হাকিম মন্ডল (২৫) পিতা- মোঃ শামছুল মন্ডল সাং- সিন্দুরী থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।