
বাঘা থানায় ০৪(চার) জন গ্রেফতার
১৮ ফেব্রুয়ারী, ২০২০
ইং ১৭/০২/২০২০ তারিখ রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ বাঘা থানা, রাজশাহীর দিক নির্দেশনায় ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ বাঘা থানাধীন মীরগঞ্জ বাজারস্থ চারমাথা মোড় সংলগ্ন পশ্চিম পাশে কৃঞ্চচুড়া গাছের নীচ হইতে বাঘা থানার পুলিশ কর্তৃক আসামী ১। মোঃ আল আমিন (৪০) পিতা-মৃত মান্নান প্রামানিক, সাং-গোপালপুর, ২। মোঃ আল মাসদুল ইসলাম অন্তর (২৩) পিতা-মৃত লোকমান প্রামানিক, সাং-বাবুপাড়া, উভয় থানা-চারঘাট, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার পূর্বক মামলা রুজু করা হয় এবং অপর এক অভিযানে ০১ (এক) বছরের জিআর গ্রেফতারী পরোয়ানার আসামী ৩। মোঃ একলাছ উদ্দিন, পিতা-মৃত তছির উদ্দিন, মাতাঃ মোসাঃ সুরজান বেওয়া, সাং-আড়ানী দিয়ারপাড়া, এবং জিআর গ্রেফতারী পরোয়ানা মুলে আসামী ৪। মোঃ মোত্তালেব, পিতা-মৃত কেতু মেম্বার, সাং-আলাইপুর, উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয়কে তাহাদের নিজ নিজ এলাকা হইতে গ্রেফতার পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।