দূর্গাপুরে হেরোইন সেবনের অপরাধে ০২ জন এবং গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার

১৮ ফেব্রুয়ারী, ২০২০

পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোসাঃ খুরশীদা বানু (কনা) এর নেতুত্বে এসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ)/মোঃ সারওয়ার জাহান, এএসআই (নিঃ)/মোঃ সাফিরুল ইসলাম, কং/১৩৩৭ মোঃ আতিকুর রহমান সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ ১৭/০২/২০২০ খ্রিঃ তারিখ ১৮.৪০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন গগনবাড়িয়া গ্রামস্থ মোঃ আকসেদ আলী, পিতা-মোঃ মোকসেদ আলী এর পান বরজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ ঠান্টু খাঁ (৩৫), পিতা-মোঃ জামাত আলী খাঁ, সাং-নড়াইখালি, পোঃ বামনগ্রাম, থানা-চাটমোহর, জেলা-পাবনাকে ২০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন এবং ১৭/০২/২০২০ খ্রিঃ তারিখ ২৩.০০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন নওপাড়া গ্রামস্থ মোঃ নান্টু জোয়াদ্দার (৩৫), পিতা-মোঃ আবুল কাশেম জোয়াদ্দার এর সার ও কীটনাশকের দোকানের মধ্যে থেকে হেরোইন সেবনরত অবস্থায় আসামী ১। মোঃ নান্টু জোয়াদ্দার (৩৫), পিতা-মোঃ আবুল কাশেম জোয়াদ্দার, সাংÑনওপাড়া, ২। মোঃ রনি মীর (২৮), পিতা-মোঃ ভুবন মীর, সাং-আলিয়াবাদ, উভয় থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ