মোহনপুরে যৌন নির্যাতন মামলার আসামী গ্রেফতার।

১৯ ফেব্রুয়ারী, ২০২০

মোহনপুর থানার মোহনপুর (মহব্বতপুর) গ্রামস্থ আসামী ১। মোঃ আঃ মালেক (৪২) পিতা- মৃত নইমুদ্দিন সাং- মোহনপুর (মহব্বতপুর) থানা- মোহনপুর জেলা- রাজশাহী একই গ্রামস্থ বাদীনি মোসাঃ নার্গিস আক্তার (৩৫) স্বামী- মোঃ মোখলেছুর রহমান সাং- মহব্বতপুর থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রেম নিবেদন সহ কু-প্রস্তাব দিয়া আসিতেছিল। গত ২৯/০১/২০২০ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় বাদীনি মোসাঃ নার্গিস আক্তার তার চাচাতো ভাসুর মোঃ মজিবুর রহমান (৬০) পিতা- মৃত আঃ জলিল এর বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে তার বাড়ীর মেইন গেইট খুলিয়া বাহির হইলেই উপরোক্ত আসামী মোঃ আঃ মালেক বাদীনিকে অশ্লীল কথাবার্তা বলিতে থাকে। বাদীনি উক্ত আসামীকে অশ্লীল কথাবার্তা বলিতে নিষেধ করিলে আসামী বাদীনির ডান হাত ধরিয়া টানা হেচড়া করিতে থাকে। বাদীনি ডাকচিৎকার করিলে উক্ত আসামী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া মোহনপুর থানার মামলা নং-১৯ তাং-১৮/০২/২০২০ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১০ রুজু করা হয়।   পরবর্তীতে উক্ত আসামীকে গ্রেফতারের জন্য রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে এসআই/মোঃ মাহবুবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স কর্তৃক আসামী ১। মোঃ আঃ মালেক (৪২) পিতা- মৃত নইমুদ্দিন সাং- মোহনপুর (মহব্বতপুর) থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ