
দূর্গাপুর ইয়াবা ও হেরোইন সহ ০৩ জন আসামী গ্রেফতার।
২০ ফেব্রুয়ারী, ২০২০
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোসাঃ খুরশীদা বানু কনা এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ এরশাদ আলী, এএসআই (নিঃ)/মোঃ সারওয়ার জাহান, কং/১৩৩৭ মোঃ আতিকুর রহমান সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ ১৮/০২/২০২০ খ্রিঃ তারিখ ১৮.৪৫ ঘটিকায় দূর্গাপুর থানাধীন বহরমপুর গ্রামস্থ মোঃ শহিদুল ইসলাম (৪২), পিতা-মৃত তছির উদ্দিন এর বসত বাড়ী থেকে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৪২), পিতা-মৃত তছির উদ্দিন, সাং-বহরমপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন এবং এসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ এরশাদ আলী, এএসআই (নিঃ)/মোঃ সারওয়ার জাহান, কং/৩৭৭ মোঃ আব্দুর রহমান, কং/১৩৬২ মোঃ আবু তালহা, ড্রাইঃ কং/৭৭৭ মোঃ রাসেল হোসেন সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ ১৮/০২/২০২০ খ্রিঃ তারিখ ২২.৪০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন পুরান তাহিরপুর গ্রামস্থ প্রোঃ মোঃ ইসলাম শাহ্ এর ঈশিতা হার্ডওয়ার্সের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ বাছের আলী (৫০) পিতা- মৃত কফিল উদ্দিন, সাং-পুরান তাহিরপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে ০১ গ্রামে হেরোইন ও আসামী ২। মোঃ রকি ইসলাম (২৮) পিতা- মোঃ বাছের আলী, সাং- পুরান তাহিরপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে ০৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।