দূর্গাপুর সাজাপ্রাপ্ত ০১ জন ও সিআরপিসি ১৫১ ধারায় ০১ জন আসামী গ্রেফতার।

২১ ফেব্রুয়ারী, ২০২০

পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় মোসাঃ খুরশীদা বানু (কনা), অফিসার ইনচার্জ, দূর্গাপুর থানা, রাজশাহী এর নেতৃত্বে এএসআই পলাশ কুমার, এএসআই মোঃ খোকন আলী, কং/১৩৬২ মোঃ আবু তালহা সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ গত ১৯/০২/২০২০ খ্রিঃ তারিখ রাত ০৮.১০ ঘটিকার সময় দূর্গাপুর থানাধীন বরিদবাশাইল গ্রামস্থ নেংড়াতলা বাজার থেকে ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাজ্জাদ আলী, পিতা-মৃত বয়েণ সরকার, সাং-সায়বাড়, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয় এবং এসআই মোঃ আঃ খালেক, এএসআই মোঃ আরিফুল ইসলাম, কং/১৩৬২ মোঃ আবু তালহা সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ ২০/০২/২০২০ খ্রিঃ তারিখ ০২.০০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন সুখানদিঘী গ্রামের ০৩ রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে সিআরপিসি ১৫১ ধারা মতে আসামী মোঃ সাব্বির হোসেন (২১), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-মোহনগঞ্জ, থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ