
মোহনপুরে ০২ (দুই) জন চোলাইমদ পানকারী আসামী গ্রেফতার।
০৫ মার্চ, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে গত ০২/০৩/২০২০ খ্রিঃ তারিখে ২০:৩০ ঘটিকার সময় মোহনপুর থানাধীন ধোপাঘাটা গ্রামস্থ ধোপাঘাটা এ কে উচ্চ বিদ্যালয় প্যধান ফটকের সামনে ধোপাঘাটা হইতে কুটিবাড়ী গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সাদরুল ইসলাম @ সাবদুল (৪০) পিতা- মোঃ সাদেক আলী সাং- ধোপাঘাটা পূর্বপাড়া ২। মোঃ এনামুল হক মনি (৪২) পিতা- মোঃ মোন্তাজ আলী সাং- ধোপাঘাটা উভয় থানা- মোহনপুর জেলা- রাজশাহীদ্বয়কে মাদকদ্রব্য গাঁজা সেবন করিয়া মাতলামি করা অবস্থায় গ্রেফতার করিয়া মোহনপুর থানার মামলা নং- ০৩ তাং- ০২/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ২১/৪১ ধারায় মামলা রুজু করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।