
মোহনপুরে যৌতুকের জন্য নির্যাতন করিয়া স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা মামলার ০১ জন আসামী গ্রেফতার।
০৫ মার্চ, ২০২০
মোহনপুর থানার সাঁকোয়া পূর্বপাড়া গ্রামস্থ আসামী ১। মোঃ মামুন রশিদ (৩২) পিতা- মৃত ইব্রাহিম সরদার সাং- সাঁকোয়া পূর্বপাড়া থানা- মোহনপুর জেলা- রাজশাহী তার স্ত্রী ভিকটিম মোসাঃ শিরিনা খাতুন (৩০)পিতা- মোঃ আবুল কাশেম সাং- সাঁকোয়া চৌকিদারপাড়া থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে বেশ কিছু দিন যাবত তার পিতার নিকট হইতে যৌতুকের টাকা দাবি করিয়া আসিতেছিল। গত ০২/০৩/২০২০ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান ০৯:০০ ঘটিকার সময় উপরোক্ত ও আসামীসহ এজাহারনামীয় অপরাপর আসামী পরস্পর যোগসাজসে উপরোক্ত আসামী মামুন রশিদ এর পশ্চিম ভিটার পূর্ব দূয়ারী শয়ন ঘরে প্রবেশ করিয়া ভিকটিমকে তার পিতার নিকট হইতে যৌতুক বাবদ নগদ ১,০০,০০০/- টাকা আনিয়া দিতে বলে। ভিকটিম যৌতুকের টাকা আনিয়া দিতে অপরাগতা প্রকাশ করিলে আসামীদ্বয় বাদীর বোনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভিকটিমের চুল ধরিয়া টানাহেচড়া করিয়া মাটিতে ফেলে দিয়ে এলোপাথারিভাবে কিল, ঘুষি ও লাথি মারিতে থাকে। একপর্যায়ে উপরোক্ত আসামী মামুন রশিদ ক্ষিপ্ত হইয়া ভিকটিমকে গলা টিপে শ্বাসরোধ করিয়া হত্যা করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া মোহনপুর থানার মামলা নং-০৪ তাং-০৩/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১১(ক)/৩০ রুজু করা হয়। পরবর্তীতে উক্ত আসামীকে গ্রেফতারের জন্য রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে এসআই/শিমুল কুমার দাস সঙ্গীয় ফোর্স কর্তৃক আসামী ১। মোঃ মামুন রশিদ (৩২) পিতা- মৃত ইব্রাহিম সরদার সাং- সাঁকোয়া পূর্বপাড়া থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।