
মোহনপুরে ধর্ষণ মামলার ০২ (দুই) আসামী গ্রেফতার।
০৫ মার্চ, ২০২০
মোহনপুর থানার বাজেদেওপুর এলাকার মোঃ আলামিন মন্ডল (৪৫) পিতা- মৃত লাল মোহাম্মাদ এর মেয়ে মোসাঃ ছালমা খাতুন (১৭) কে আসামী ১। মোঃ রেজাউল করিম (২১) পিতা- মোঃ আইয়ুব আলী, ২। মোঃ সোহেল রানা (২০) পিতা- মোঃ আলতাফ হোসেন উভয় সাং- গনিপুর থানা- বাগমারা জেলা- রাজশাহীদ্বয় পরস্পর যোগসাজসে গত ২৬/০১/২০২০ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১২:০০ ঘটিকার সময় বাদীর বাড়ীতে আসিয়া ১নং আসামী রেজাউল করিম বাদীর মেয়েকে বিবাহের প্রলোভন দিয়ে বাদীর মেয়ের পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী শয়ন ঘরের বিছানার উপর চিত করিয়া ফেলিয়া বাদীর মেয়ের পরনের কাপড় খুলিয়া ধর্ষন করে। ২নং আসামী সোহেল রানা বাড়ীর বাহিরে পাহারা দেয় এবং লোকজনের গতিবিধি লক্ষ্য করে। বাদীর মেয়ে উক্ত ১নং আসামীকে বিবাহের কথা বলিলে আসামী রেজাউল করিম বাদীর মেয়েকে পরবর্তীতে বিবাহ করিবে বলিয়া চলিয়া যায়। উক্ত ঘটনা স্ংক্রান্তে মোহনপুর থানার মামলা নং-০৫ তাং-০৩/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১)/৩০ রুজু করিয়া আসামীদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।