
মোহনপুরে ০৫ লিটার চোলাইমদ সহ ০১ (এক) জন চোলাইমদ ব্যবসায়ী গ্রেফতার।
০৯ মার্চ, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে গত ০৭/০৩/২০২০ খ্রিঃ তারিখ ১৮:২০ ঘটিকার সময় মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভাস্থ দিনান্ত সিনেমা হলের সামনে কেশরহাট মসজিদ মার্কেট হইতে দিনান্ত সিনেমা হল মোড় গামী কাঁচা রাস্তার উপর হইতে সঙ্গীয় এএসআই/মোঃ এরশাদ আলী এর সহায়তায় আসামী ১। মোঃ গোলাম মোস্তফা @ গোলাম (৩৮) পিতা- মোঃ সালাম প্রাং সাং- গোপইল মন্ডলপাড়া থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামীকে ০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ হাতে নাতে ধৃত করেন। পরবর্তীতে মোহনপুর থানার মামলা নং- ০৯ তাং- ০৭/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণীর ২৪(ক)ধারায় মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।