বাগমারা থানার নিয়মিত মামলায় ০২জন আসামী গ্রেফতার

২৯ সেপ্টেম্বর, ২০২০

বাগমারা থানায় নিয়মিত মামলায় ০২(দুই) জন আসামী গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীদের ২৮-৯-২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন।  রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানার মামলা নং-২২, তাং-২৮-৯-২০২০খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ আমিরু ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় বর্ণিত মামলার আসামী ১.  মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মোঃ সিদ্দিকুর রহমান স্থায়ী : গ্রাম- চাঁদপাড়া, ২. মোঃ আজাদ আলী (৩০), পিতা- মোঃ ইয়াছিন আলী  গ্রাম- হাট মাধনগর, উভয় থানা- বাগমারা, জেলা-রাজশাহী এবং ০১ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ মামুন অর রশিদ ,  গ্রাম- বুজরুক কোলা, থানা- বাগমারা, জেলা-রাজশাহীকে গ্রেফতার পূর্বক বাগমারা থানার মামলা নং-২১, তাং-২৭-৯-২০২০খ্রিঃ, ধারা-৩৬(১) এর ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। আসামীদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।







সর্বশেষ সংবাদ