মোহনপুর থানা পুলিশ কর্তৃক ভ্যান চুরি মামলায় চোরাই ভ্যান উদ্ধার এবং ০৪জন আসামী গ্রেফতার।

২৬ সেপ্টেম্বর, ২০২১

মামলার বাদী একজন ব্যাটারী চালিত ভ্যান চালক। সে প্রতিদিনের ন্যায়  গত ২৪/০৯/২০২১ খ্রিঃ তারিখে সকাল অনুমান ০৮:০০ ঘটিকায় তার ভ্যান চালানোর জন্য বাড়ী হইতে বাহির হয়ে যায়। পথিমধ্যে ভ্যানটি নষ্ট হয়ে গেলে একই তারিখ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় মোহনপুর থানাধীন বাকশিমইল গ্রামস্থ সেতু টেলিকমের পশ্চিম-দক্ষিন কোনায় ভ্যান মিস্ত্রি মোঃ মাইনুল ইসলাম (৫০), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- বিদ্যাধরপুর, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীর গ্যারেজে তার ভ্যান মেরামতের জন্য রেখে চলে যায়। বেলা অনুমান ১৪:২০ ঘটিকায় ভ্যান মিস্ত্রি মোঃ মাইনুল ইসলাম বাদীকে মোবাইলে জানায় যে, অজ্ঞাতনামা কে বা কাহারা তার ভ্যানটি চুরি করে নিয়ে গিয়াছে। বাদী তাৎক্ষনিকভাবে ভ্যান মিস্ত্রি মোঃ মাইনুল ইসলাম এর উক্ত গ্যারেজে গিয়া তার ভ্যানটি দেখিতে না পাইয়া বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেই। অতঃপর সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুজি করিয়া বিভিন্ন লোকজনের মাধ্যমে জানিতে পারেন যে, আসামী ১। মোঃ উজ্জল (২৫), পিতা- মৃত ইয়াকুব, ২। মোঃ রাকিব (২১), পিতা- মোঃ আজিজুল হক, ৩। মোঃ রনি (২০), পিতা- মোঃ মইফুল, সর্বসাং- বাকশিমইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীগন সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা পরস্পর যোগসাজসে তার ভ্যানটি চুরি করে নিয়া যেতে পারে। ব্যাটারীসহ ভ্যানটির মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মোহনপুর থানার মামলা নং-১৭, তাং-২৫/০৯/২০২১ খ্রিঃ ধারা- ৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ আবু বকর সিদ্দিক মোহনপুর থানাধীন বাকশিমইল গ্রামস্থ সেতু টেলিকমের সামনে হতে আসামী ১. মোঃ উজ্জল (২৫), পিতা- মৃত ইয়াকুব , স্থায়ী : গ্রাম- বাকশিমইল, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী,বাংলাদেশ :২. মোঃ রাকিব (২১), পিতা- মোঃ আজিজুল হক , স্থায়ী : গ্রাম- বাকশিমইল, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী,বাংলাদেশ:৩. মোঃ রনি (২০), পিতা- মোঃ মইফুল , স্থায়ী : গ্রাম- বাকশিমইল, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, বাংলাদেশ: এবং আসামী মোনারুল ইসলামকে মোহনপুর থানাধীন বাকশৈল গ্রামস্থ তার নিজ বসত বাড়ি হতে ৪. মোঃ মোনারুল ইসলাম (৩২), পিতা- মোঃ বাবর আলী , স্থায়ী : বাকশৈল, গ্রাম- বকসাইল, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, বাংলাদেশগনদেরকে  গ্রেফতার পূবক বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়েছে এবং আসামী মোঃ মোনারুল ইসলাম এর বাড়ি হতে চোরাই ভ্যান উদ্ধার করা হয়েছে।







সর্বশেষ সংবাদ