পুঠিয়া থানা কর্তৃক ১টি পিতলের মূর্তিসহ ০৪ জন আসামী গ্রেফতার

০৩ অগাস্ট, ২০২৩

জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) , পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নিদের্শক্রমে অফিসার ইনচার্জ জনাব মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসারসহ ইং ০৩/০৮/২৩ তারিখ রাত ০১.১৫ ঘটিকার সময় পুঠিয়া থানাধীন ধোপাপাড়া বাজার হতে বাঙ্গালপাড়া গামী পাকা রাস্তার উপর জনৈক মোঃ আলমগীর হোসেন (৪৫) এর আমবাগানের সামনে ০৪ জন ব্যক্তিকে সন্দেহজনভাবে ঘোরাফেরা করতে দেখিয়া তাদের আটক করা হয়। বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশীকালে ১নং আসামী মোঃ স্বাধীন (৩৪),পিতা-মৃত মোতায়েম বিল্লাহ, সাং-ভাবনপুর, থানা-বাগমারা, জেলা-রাজশাহী এর হাতে থাকা একটি ফিতাওয়ালা রেক্সিনের কালো রংয়ের ব্যাগের ভিতর রক্ষিত একটি পিতলের মূর্তি উদ্ধার করা হয়। উক্ত মূর্তিটির সামনের অংশ গণেশ সদৃশ, মূর্তির পিছনের অংশ সমান। পিছনের অংশের নিচের দিকে খোদাই করে 1818 লেখা আছে। মূর্তিটির উপরের ডান অংশ সহ বিভিন্ন স্থান থেকে অংশবিশেষ কেটে নেওয়া হয়েছে মর্মে দেখা যায়। উদ্ধারকৃত মূর্তির ওজন ১.৬৮ (এক দশমিক ছয় আট) কেজি। অন্যান্য আসামীদের দেহ তল্লাশী করিয়া অন্য কিছু পাওয়া যায় নাই তবে তাহারা ১নং আসামীর সহিত পরষ্পর যোগসাজসে উক্ত স্থানে আসিয়াছে মর্মে জানায়।আসামীদের তৎক্ষনিকভাবে আটক না করিলে তাহারা বড় ধরণের কোন ধর্তব্য অপরাধ সংঘটিত করিত মর্মে প্রতীয়মান হওয়ায় এলাকার শান্তি শৃংখলা রক্ষা, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাহাদেরকে ফৌঃ কাঃ বিঃ এর ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের ইং-০৩/০৮/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ