রাজশাহী রেঞ্জে অক্টোবর/২৩ মাসে শ্রেষ্ঠ জেলা জেলা পুলিশ সিরাজগঞ্জ ও শ্রেষ্ঠ পুলিশ সুপার সিরাজগঞ্জ

২২ নভেম্বর, ২০২৩

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত সমগ্র দেশে একই মানদন্ডের আলোকে দেশের সকল পুলিশ ইউনিটের সদস্যদের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে। এই মূল্যায়নে রাজশাহী রেঞ্জের অক্টোবর/২০২৩ মাসে ৮ টি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে অত্র জেলার সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন।    আজ ১৮ নভেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে অক্টোবর-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়। সভার শুরুতেই সভাপতি মহোদয় সার্বিক কার্যক্রমের উপর অত্র রেঞ্জের “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়সহ উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সার্কেল হিসেবে জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, সিরাজগঞ্জ ও জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মোঃ সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ এবং শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে জনাব মোঃ হাসিবুল্লাব (হাসিব), ইন্সপেক্টর (তদন্ত), সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জগণ নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করেন । জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে জেলা পুলিশ, সিরাজগঞ্জ'র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। পুলিশ সুপার, সিরাজগঞ্জ হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জেলা পুলিশ, সিরাজগঞ্জ রাজশাহী রেঞ্জে ১৪ মাসে ০৭ বার "শ্রেষ্ঠ জেলা" হিসেবে নির্বাচিত হয়েছে।







সর্বশেষ সংবাদ