Police Station Image

About Thana

সিরাজগঞ্জ জেলার একটি প্রচীন ও প্রসিদ্ধ উপজেলা কাজিপুর। জেলা সদর হতে কাজিপুর উপজেলা মাত্র ২৬ কিঃ মিঃ  উত্তরে অবস্থিত। ১৮৭২ ইং সালে এই অঞ্চলে প্রবল ভূমিকম্পের ফলে চর এলাকায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়। চর অঞ্চলের ভূমি ব্যবস্থা ও শান্তি শৃংখলা রক্ষার্থে জমিদার জাহ্নবী রাণী চৌধুরীর পরামর্শে কাজিপুর কাচারী বাড়ীতে ‘‘কাজী অফিস’’ নামে একটি বিচারালয় গড়ে উঠে।  নদীর বুকে জেগে চরগুলোর ব্যক্তি মালিকানা দেওয়ার লক্ষ্যে ১৯১৮ সালে বিভিন্ন জরীপ কার্য চালানো হয় (বৃটিশ পার্লামেন্ট সেটেলমেন্ট এ্যাক্ট ১৯২০ অনুযায়ী) । এই কাজী অফিস বা শালিসি অফিস বিচারালয়ের নাম অনুসারে কাজিপুর থানা নামকরণ করা হয়। ১৯৯০ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরনের আওতায় কাজিপুর উপজেলায় উন্নীত হয়।

আয়তন ও অবস্থানঃ কাজিপুর উপজেলার আয়তন ৩২৮.১৫ বর্গ কি. মি.। ইহা ২৪০৩৩ এবং ২৪০৪৭ উত্তর-দক্ষিণ দ্রাঘিমা এবং  ৮৯০৩৩ এবং ৮৯০৩৩ পূর্ব পশ্চিম দ্রাঘিমার মধ্যে কাজিপুর উপজেলা অবস্থিত। ইহার উত্তরে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা, পূর্বে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা এবং পশ্চিমে বগুড়া জেলার ধুনট উপজেলা অবস্থিত। সিরাজগঞ্জ জেলা শহর হতে সড়ক পথে কাজিপুর উপজেলার দুরত্ব ২৬ কি.মি.।

জনবলের তালিকা: অত্র থানায় মঞ্জুরীকৃত অফিসার ও ফোর্সের সংখ্যা : ইন্সপেক্টর ০২জন, এসআই ০৯জন, এএসআই(নি:) ০৭জন, কনস্টবল ৩৬জন, পরিচ্ছন্নতাকর্মী ০১জন এবং বাবুর্চী ০১জন মঞ্জুরী রয়েছে।

Contact Info

অফিসার ইন-চার্জ, কাজিপুর থানা, সিরাজগঞ্জ

০১৭১৩-৩৭৪০৪৩

ocsir.kaz@police.gov.bd

ইন্সপেক্টর(তদন্ত), কাজিপুর থানা, সিরাজগঞ্জ

01769-691035

opssir.kaz@police.gov.bd

ডিউটি অফিসার, কাজিপুর থানা, সিরাজগঞ্জ

০১৭০৯-৩৬০১০১

০৭৫২-৫৫৬১১৪