Police Station Image

About Thana

আটঘরিয়া থানা, থানার উত্তরে চাটমোহর থানা, ভাঙ্গুড়া থানা ও ফরিদপুর থানা, দক্ষিণ-পুর্বে পাবনা সদর থানা, পুর্ব দিকে সাঁথিয়া থানা পশ্চিমে ঈশ্বরদী থানা এবং নাটোর জেলার বড়াইগ্রাম থানা  অবস্থিত। এলাকার জান-মাল রক্ষার্থে প্রথমে আটঘারিয়াতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। পরবর্তীকালে আটঘরিয়া মৃত লালন সিংহের স্ত্রী মাতঙ্গিনী সিংহ ১১ বিঘা জমি দান করেন। উক্ত জমির উপরেই ১৯১৯ সালে আটঘরিয়া থানা (পুলিশ স্টেশন) ভবন নির্মাণ হয়। পাবনা জেলা শহরের ১৩ কিঃমিঃ উত্তর-পশ্চিমে অবস্থিত এই আটঘরিয়া থানা।

Contact Info

অফিসার ইনচার্জ, আটঘরিয়া থানা, পাবনা

০১৭১৩-৩৭৪০১৮

ocartghariapabna@police.gov.bd

অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), আটঘরিয়া থানা, পাবনা।

০১৭১৩-৩৭৪০১৮, ০১৭৬৯-০৫৮০৪১

ocartghariapabna@police.gov.bd

ডিউটি অফিসার, আটঘরিয়া থানা, পাবনা

০১৭৫০-১৮৯৯৭২

০৭৩২২-৫৬০২১