Navigation Bar
Police Station Image

About Thana

থানা বা ইউনিটের সংক্ষিপ্ত ইতিহাসঃ অত্র থানার ভুমি ও ইমারত পুলিশ বিভাগের নিজস্ব সম্পত্তি। গেজেট নোটিফিকেশন নং-১৬৯৫ তারিখ-১২-০৩-১৮৭৯ মোতাবেক অত্র থানার ভুমি অধিগ্রহণ করা হয়। সরকারী রেকর্ড অনুযায়ী -০৫ নং এস এ খতিয়ানের শ্রীমন্তপুর মৌজার ২১৯ নং দাগের .৬৮ একর, ২২০ নং দাগের .০৫ একর ও ২২১ নং দাগের .০৯ একর সর্বমোট .৮২ একর  জমি পুলিশ বিভাগের নামে রেকর্ড করা হয়েছে। থানার পূর্ব পার্শ্বস্থ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের .৩৭ একর জমি পুলিশ বিভাগের নামে হস্তান্তরের জন্য নকশা সহ প্রস্তাব পেশ করা হয়েছে । থানার নতুন ভবন, রান্নাঘর ও খাবার ঘর ১৯৮৮-১৯৯২ সালে নির্মিত হয়েছে। থানা প্রাঙ্গনে কোন অফিসার ইনচার্র্জ সহ এসআই বা এএসআইদের কোন কোয়ার্টার নাই। অফিসার ইনচার্জ সাহেব অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ০১টি পরিত্যাক্ত ভবনে বসবাস করেন। অন্যান্য অফিসারদের থাকার কোন ব্যবস্থা না থাকায় অধিকাংশ এসআই এবং এএসআই থানা কম্পাউন্ডের বাইরে ভাড়া বাসায় বসবাস করেন। বাসভবন নির্মানের ব্যাপারে ইতিপুর্বে সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণ করা হয়েছে।থানাটি মডেল থানা হিসেবে ঘোষিত হওয়ায় থানা বিল্ডিং সংস্কারের কাজ সমাপ্ত হয়েছে বলে প্রতীয়মান হয়। বর্তমান থানা ভবনটি একেবারে নদীর তীরে অবস্থিত বলে যে কোন বর্ষা ঋতুতে থানা স্থাপনাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এই থানা ভবনটি বর্তমান স্থান হতে উত্তর দিকে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী মহাসড়কের নিকটবর্তী কোন স্থানে স্থানান্তর করা প্রয়োজন ।

জুরিসডিকশন ম্যাপ ও এলাকার নামঃ গোদাগাড়ী মডেল থানা এলাকা ০২টি পৌরসভা ও ০৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত। (১। গোদাগাড়ী পৌরসভা, ২। কাঁকনহাট পৌরসভা, ১নং গোদাগাড়ী ইউনিয়ন, ২নং মোহনপুর ইউনিয়ন, ৩নং পাকড়ী ইউনিয়ন, ৪নং রিশিকুল ইউনিয়ন, ৫নং গোগ্রাম ইউনিয়ন ৬নং মাটিকাটা ইউনিয়ন ৭নং দেওয়াড়া ইউনিয়ন, ৮নং বাসুদেবপুর ইউনিয়ন, ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়ন। 

ফাঁড়ি বা বিট এর তথ্য:   (১) কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র (২) প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র।

জনবলের তালিকাঃ থানায় অনুমোদিত অফিসার ও ফোর্সের সংখ্যা ০২ জন পরিদর্শক, ১০ জন এসআই, ০৮ জন এএসআই ও ৩৪ জন কনষ্টেবল, ০১ বাবুর্চি, ০১ জন পরিচ্ছন্ন কর্মী। বর্তমানে কর্মরত আছে ০২ জন পরিদর্শক, ০৪ জন এসআই, ০৮ জন এএসআই পুরুষ, ০১ জন নারী এএসআই, ৩৪ জন কনষ্টেবল, ০২ জন ড্রাইভার কনষ্টেবল ও কম্পিউটার অপারেটর ০২ জন কনষ্টেবল, বেতার কনষ্টেবল ০১ জন ও ০৪ জন নারী কনষ্টেবল এবং ০১ জন পরিচ্ছন্ন কর্মী কর্মরত আছে।

Contact Info

অফিসার ইনচার্জ, গোদাগাড়ী মডেল থানা

০১৩২০-১২২৫৯৪

০৭২২৫-৫৬০০৩

০৭২২৫-৫৬০০৩

ocraj.god@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত) গোদাগাড়ী মডেল থানা

০১৩২০-১২২৫৯৫

০৭২২৫-৫৬০০৩

০৭২২৫-৫৬০০৩