Navigation Bar
Police Station Image

About Thana

কামারখন্দের নাম করণ নিয়ে মনে হয় অনেকটা অনুমান নির্ভর অথবা কিংবদন্তী বা জনশ্রুতি কিংবা কল্পনা ভিত্তিক হতে পারে। ভাড়াঙ্গা গ্রামের জনাব মোঃ সোলয়মান আলী অফিসার (অবসর প্রাপ্ত) সোনালী ব্যাংক জামতৈল শাখা এবং ঝাটিবেলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসর প্রাপ্ত) জনাব মকবুল হোসেন সম্মানিত ব্যক্তিদ্বয়ের মতে বৃটিশ সরকারের আমলে এই অঞ্চল দিয়ে রেলপথ বসানোর সময় রেলকোম্পানী টুকরা লোহা ভাঙ্গা লোহা এবং অকেজো লক্করের বড় একটি চালান এই অঞ্চলের কোন এক ধর্ণাঢ্য ব্যক্তির নিকট নিলামে বিক্রি করে, ফলে লোহা লক্করের এক বিরাট মুজদ গড়ে ওঠে অত্র অঞ্চলে। কৃষি সরঞ্জামাদি এবং গৃহস্থালি লৌহজাত যন্ত্রপাতি তৈরির কাঁচামাল লোহা এই অঞ্চলে পাওয়া যায় বলে বিভিন্ন অঞ্চল হতে কর্মকারেরা এসে এই অঞ্চলে বসতি গড়ে তোলে উক্ত ধর্ণাঢ্য ব্যক্তির নিকট হতে লোহা ক্রয় করে দা, কুড়াল, খন্তা, কাচিঁ, পাচুন, ছুরি, চাকু ইত্যাদি তৈরি করে নিকটস্থ হাট বাজার ছাড়াও অনেকট দূর দূরান্তের হাট-বাজার ও মেলায় বিক্রি করত। অধিকাংশ কর্মকারেরা ছিল নিতান্তই গরীব, তাই তারা মহাজনের নিকট হতে বাকীতে লোহা ক্রয় করে লৌহজাতীয় কৃষি ও গৃহস্থালী যন্ত্রপাতি তৈরি করে হাট-বাজারে বিক্রি করে মহাজনের টাকা পরিশোধান্তে অবশিষ্ট যা থাকত সেই টাকায় নিজেদের পরিবারের ভরণপোষন করে দিনপাত কাটাত। মহাজনের নিকট হতে সুলোভমূল্যে বাকীতে লোহা ক্রয় করে সেই লোহা দ্বারা যন্ত্রপাতি তৈরি করে হাটে-বাজারে বিক্রি করে মহাজনের বাকী টাকা পর্যায়ক্রমে সহজ কিস্তিতে পরিশোধ করা সুবিধা পেয়ে বিভিন্ন অঞ্চল হতে কর্মকারেরা এসে এই অঞ্চলে অর্থাৎ বর্তমান জামতৈল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে বেশ কিছু বসতি গড়ে তোলে। বসতি বাড়তে বাড়তে এখানে একটি কামার পাড়া গড়ে ওঠে। কামার পাড়ার লোকজন বসত বাড়ীর দক্ষিণ পাশ হতে মাটি কেটে তাদের ঘরভিটা তৈরি করে। ফলে তাদের পাড়া দক্ষিণ পাশে একটি গর্ত খাদ বা খন্দক সৃষ্টি হয়। সেই খন্দকের পাশ দিয়ে ছিল জামতৈল ষ্টেশন হতে বাজার হয়ে জামতৈল গ্রামের ভিতর যাতায়াতের সরু রাস্তা।

কথিত আছে বৃটিশ সরকারের এক রেল কর্মকর্তা কোন কাজে কামার পাড়ার সেই খন্দকের পাড় দিয়ে সরু রাস্তা হয়ে যাওয়ার সময় খন্দকে পড়ে পা ভেঙ্গে যায়। বৃটিশ রেলওয়ে কোম্পানী হতে দুর্ঘটনার স্থান পরিদর্শন আসে। তদন্ত রিপোর্ট দুর্ঘটনার স্থান (spot) কামারপাড়া খন্দকের কথা লিপিবদ্ধ করা হয়। এই দুর্ঘটনার সাথে কামার পাড়ার লোকজন জড়িত আছে কিনা অথবা কামার পাড়ার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে এই দুর্ঘটনা ঘটিয়েছে কি না । তদন্তকারী কর্মকর্তারা বার বার তদন্তে এসে স্থানীয় লোকদেরকে দুর্ঘটনাস্থল কামারপাড়া খন্দক স্থানে নিয়ে যেতে বলে। সেই হতে কৌতহল জনতা তদন্তকারী কর্মকর্তাদের মুখ হতে কামার পাড়া খন্দক নামটি নিয়ে হাসি তামাসা শুরু করে। তদন্ত রিপোর্টে কামার পাড়া খন্দক তদন্তকারী কর্মকর্তাদের মুখে মুখে কামার পাড়া খন্দক এবং জন সাধারণের মুখে মখে কামারপাড়া খন্দক প্রচার পেতে থাকে। কামারপাড়া খন্দক, কামারপড়া খন্দক বাক্যটি বার বার উচ্চারণ করতে সময় বেশী লাগে উচ্চারণেও অসুবিধা বোধ করে। উচ্চারণের সুবিধা ও সময় কমিয়ে আনার জন্য অর্থাৎ অল্প সময়ে সহজ উচ্চারণের জন্য কামার পাড়া খন্দক বাক্যটি হতে পাড়া শব্দটি বিলুপ্ত করে দিয়ে বলতে থাকে কামারখন্দক। পরবর্তীতে শব্দটি হতে ব্যাঞ্জন বর্ণের প্রথম বর্ণটি বাদ দিয়ে বলতে তাকে কামারখন্দ।
জনাব মুস্তাফিজ তালুকদার (যু্গ্ন অতিরিক্ত সচিব অবঃ) বলেন কোন এক বিশিষ্ট আলেম পবিত্র ক্বোরআনের কামারুন শব্দটির সঙ্গে খন্ড শব্দটি যুক্ত করে এই অঞ্চলের নামকারণ করেন কামারখন্ড। কামারুনের (চাদেঁর) একটি খন্ড বা টুকর অমানিশা কাটিয়ে দ্যুতি ছড়িয়েছে চতুর দিক। পরবর্তীতে কামারখন্ড নামটি রূপান্তরিত হয়ে রূপ লাভ করে কামারখন্দ।

কামারখন্দ উপজেলার উত্তর পুর্ব দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা, উত্তর পশ্চিমে রায়গঞ্জ উপজেলা, দক্ষিণ পুর্বদিকে বেলকুচি উপজেলা, দক্ষিণ পশ্চিম দিকে উল্লাপাড়া উপজেলা।সীমানা উত্তরে সিরাজগঞ্জ সদর , পূর্বে বেলকুচি উপজেলা, দক্ষিণে উল্লাপাড়া উপজেলা এবং পশ্চিমে উল্লাপাড়া উপজেলা।

আয়তন ২২৬৬৫ একর /৯১৬৪ হেক্টর/৯১.৬১ বর্গ কিলো/৩৫.৭০ বর্গ মাইল
জনসংখ্যা ১৩৩৩৩২ জন (প্রায়) পুরুষ ৬৭৮৭৬ জন (প্রায়) মহিলা ৬৯৪৫৬ জন (প্রায়)

জনবলের তালিকা: অত্র থানায় মঞ্জুরীকৃত অফিসার ও ফোর্সের সংখ্যা : ইন্সপেক্টর ০২জন, এসআই ১০জন, এএসআই(নি:) ০৮জন, কনস্টবল ৩৮জন, পরিচ্ছন্নতাকর্মী ০১জন এবং বাবুর্চী ০১জন মঞ্জুরী রয়েছে।

Contact Info

অফিসার ইনচার্জ, কামারখন্দ থানা, সিরাজগঞ্জ

০১৭১৩-৩৭৪০৪৪

০৭৫২৪-৫৬০০৪

ocsir.kam@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত), কামারখন্দ থানা, সিরাজগঞ্জ

০১৭৬৯-৬৯১০৩৯

opssir.kam@police.gov.bd

ডিউটি অফিসার, কামারখন্দ থানা, সিরাজগঞ্জ

০১৭০৯-৩৬০১০৬

০৭৫২-৪৫৬০০৪

এসআই(নিঃ)

০১৭৪৩৩০০৮৭১

eyamin.geo@gmail.com