Navigation Bar
Police Station Image

About Thana

ক্ষেতলাল থানার সংক্ষিপ্ত ইতিহাসঃ ক্ষেতলাল উপজেলা থানা হিসাবে প্রতিষ্ঠালাভ করে ১৮৭৪ সালে। উপজেলা হিসাবে স্বীকৃতি লাভ করে ১৯৮৩ সালে। ক্ষেতলাল থানা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। এ উপজেলার নাম করন নিয়ে নির্দিষ্ট উৎস খুজে পাওয়া যায় নাই। সুধীজনদের মতে জানা যায় ক্ষেতলাল দীর্ঘসময় ধরে ধান উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। ধান ক্ষেতগুলো লাল আকার ধারন করে। এ কারনে ক্ষেত এবং লাল এদুটি শব্দ থেকেই নেয়া হয়েছে ক্ষেতলাল। এ থানায় রয়েছে বিখ্যাত হিন্দা কসবা শাহী জমে মসজিদ,আছরাঙ্গা দিঘী,সহ নানা স্থাপনা।

জুরিসডিকশন ম্যাপ ও এলাকার নামঃ ক্ষেতলাল থানা

ফাড়িঁ বা বিট এর তথ্যঃ নাই।

জনবলের তালিকাঃ ইন্সপেক্টর-(নিরস্ত্র) ০২, এসআই ১১, এএসআই ০৭, কনষ্টেবল ২৯, বাবুর্চী ০১, পরিচ্ছন্নতা কর্মী ০১ জন।

Contact Info

অফিসার ইনচার্জ, ক্ষেতলাল থানা

০১৭১৩৩৭৪০৮৪

ocjoy.khe@police.gov.bd

ইন্সপেক্টর(তদন্ত),ক্ষেতলাল থানা

০১৭৬৯৬৯৩৪৮৮

opsjoy.khe@police.gov.bd

ডিউটি অফিসার, ক্ষেতলাল থানা

০১৭৬৪-৯৮৯৮৭৬

০৫৭২৩-৫৬০১২