Police Station Image

About Thana

 থানার সংক্ষিপ্ত ইতিহাস: ইতিহাস থেকে জানা যায় তৎকালীন দরবেশ গাজী জিয়া উদ্দিন সাহেব এর কণিষ্ঠ ভ্রাতা হযরত শাহ সুফী সৈয়দ কালু নামের এক দরবেশ এসে বর্তমান কাহালু থানার পার্শ্বে আসত্মানা স্থাপন করেন। উক্ত স্থান হইতে তিনি ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। কাহালু থানার পশ্চিম পার্শ্বে এই দরবেশের মাজার রয়েছে, যাহা কালু বাবার মাজার নামে পরিচিত। জনশ্রম্নতি থেকে জানা যায় এ সূধী পীর কালু বাবার নাম অনুসারে কাহালু থানা নামকরণ হয়েছে। ১৯২৮ সালে প্রশাসনিক থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। অত্র থানাটি বগুড়া জেলা হইতে ১২ কিঃ মিঃ পশ্চিম দিকে অবস্থিত। কাহালু উপজেলার অমত্মর্গত জেএল নং-৮২, মৌজা- উলট্ট পশ্চিমপাড়া, খতিয়ান নং-০৩, দাগ নং- ১১৪৬, সর্বমোট-  ১.৫০ একর। গণপূর্ত বিভাগ কর্তৃক উক্ত জমির উপর ০২ তলা বিশিষ্ট থানা ভবন নির্মিত হয়েছে। প্রধান ফটক সহ পুরো থানা সীমানা প্রাচীর দিয়ে বেষ্ঠিত। ০২ তলা বিশিষ্ট থানা ভবনের নিচ তলায় অফিসার ইনচার্জ কক্ষ, ইন্সপেক্টর (তদমত্ম) কক্ষ, ডিউটি অফিসার কক্ষ, বেতার কক্ষ ও কম্পিউটার কক্ষ, জুনিয়র সেরেসত্মা সহ রেকর্ড শাখা, হাজতখানা, অস্ত্রাগার, অফিসারদের কক্ষ রয়েছে। থানা ভবনের সামনে নারী ও শিশু হেল্প ডেস্ক কক্ষ, গোলঘর রয়েছে।  ২য় তলায় পুরম্নষ ব্যারাক। থানা চত্ত্বরে দক্ষিণ পার্শ্বে দুইটি পুরাতন এসআই কোয়ার্টার ও পুকুর রয়েছে। থানার সীমানার মধ্যে থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসারদের কোন কোয়ার্টার নাই।

থানা ইউনিটের লোকেশন/ জিপিএস ইনফরমেশন: কাহালু উপজেল, বগুড়ার জেএল নং-৮২, মৌজা- উলট্ট পশ্চিমপাড়া, খতিয়ান নং-০৩, দাগ নং- ১১৪৬, সর্বমোট-  ১.৫০ একর।

ফাঁড়ি বা বিট এর তথ্য: নাই

মোবাইল, টেলিফোন নম্বর, বা ই-মেইল নম্বর:

ক) টেলিফোন নম্বর- ০৫০২৬৫৬০১৮ (ওসি)
খ) মোবাইর নম্বর- ০১৩২০-১২৬৭৭৩ (ওসি)
গ) ই-মেইল- ockahalubogra@police.gov.bd


জনবলের তালিকা: অত্র থানায় মঞ্জুরীকৃত অফিসার ও ফোর্সের সংখ্যাঃ- পরিদর্শক ০২ জন  এসআই ১০ জন, এএসআই পুরম্নষ ও মহিলা মোট ০৮ জন ও কনস্টেবল পুরম্নষ ৩৮ জন।
বর্তমানে অত্র থানায় পরিদর্শক (নিঃ) ০২ জন, এসআই (নিঃ) ০৮ জন, (০৪ জন শিক্ষানবিশ বিভাগীয় এসআইসহ) এএসআই (নিঃ) -০৮ জন, কনস্টেবল পুরম্নষ ১৯ জন ও নারী কনস্টেবল ০৬ জন কর্মরত আছেন।
 

Contact Info

অফিসার ইনচার্জ

০১৩২০-১২৬৭৭৩

ockahalubogra@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত)

০১৩২০-১২৬৭৭৪

ডিউটি অফিসার

০১৩২০-১২৬৭৭৮

০৫০২৬-৫৬০১৮