রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ গ্রাম গাঁজা ,২৭(সাতাশ) গ্রাম হেরোইন ও ০৮(আট) মাসের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচাজ মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানায় কর্মরত পিএসআই(নিঃ)/মোঃ স্বপন হোসেন গত ০৭/০৮/২০২০ খ্রিঃ তারিখ মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা আসামী  ০১। মোঃ আজিজুল হক @ ইনু (৩৭), পিতা-মৃত তেজামুল হক, সাং-কাপাসিয়াপাড়া আমবাড়ীয়া,  থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে  গোদাগাড়ী থানাধীন কাপাসিয়াপাড়া আমবাড়ীয়া গ্রামস্থ পাকা রাস্তার মাঝে কালভার্টের উপর হইতে ০১ টি স্বচ্ছ সাদা পলিথিন ব্যাগের মধ্যে মুখবন্ধ অবস্থায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২০০(দুইশত) গ্রাম গাঁজা এবং  এসআই/(নিঃ) মোঃ আঃ মান্নান গত ০৭/০৮/২০২০ খ্রিঃ তারিখ গোদাগাড়ী মডেল থানার মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করিয়া ইং ০৭/০৮/২০২০ তারিখ ২৩.০০ ঘটিকার সময় আসামী ২। মোঃ দুরুল হুদা @ হুদা (৫৫), পিতা-মৃত মোন্তাজ আলী, মাতা-মৃত রোকেয়া, সাং-বটতলী পশ্চিমপাড়া, থানা-গোদাগাড়ী,জেলা-রাজশাহীকে ২৭(সাতাশ) গ্রাম বাদামী বর্ণের হেরোইন সাদৃশ্য পাউডার এবং এএসআই(নিঃ) মোঃ মাসুদ রানা  জিআর মামলা নং-২৯/২০০৮ এর ০৮(আট) মাস সাজা প্রাপ্ত আসামীকে মোঃ কাওসার আলী @ রুবেল (২৪) পিতা-মোঃ আঃ করিম, সাং-কাপাসিয়াপাড়া, থানা-গোদাগাড়ী,জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন।  







সর্বশেষ সংবাদ
DIG Homepage