জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক ডাকাতি প্রস্তুতিকালে ডাকাতদল আটকঃ

জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব একেএম আলমগীর জাহান এর তত্ত্বাবধানে জয়পুরহাট থানার ০২টি মোবাইল টিম রাত্রী অনুমান ২৩.২০ ঘটিকার সময় জয়পুরহাট থানাধীন জামালপুর ইউপির অন্তর্গত দাদড়া ফকিরপাড়া গ্রামস্থ “M.K” ব্রিকস নামক ইটের ভাটা হইতে অনুমান ৫০ গজ পশ্চিমে বটতলী, ক্ষেতলাল হতে পাকার মাথাগামী পাকা রাস্তার উপর আসা মাত্র সেখানে ০১টি এ্যাম্বুলেন্সসহ ডাকাতদল সমবেত হয়ে রাস্তার দুই পার্শ্বে ০২ গ্রুপে ভাগ হয়ে রশি ধরে ডাকাতি সংগঠনের প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টাকালে ৪/৫ জন অজ্ঞাতনামা ডাকাত জঙ্গলের মধ্যে দিয়ে হাতে অস্ত্রসহ দক্ষিন দিকে দৌড়ে পালিয়ে যায়। ডাকাতদের ব্যবহৃত এ্যাম্বুলেন্সে ০৫ জন ডাকাত উঠে পাকার মাথার দিকে অগ্রসর হতে থাকলে উক্ত মোবাইল টিম ০২টির অফিসার ফোর্স সরকারী গাড়ীযোগে ধাওয়া করে প্রায় ০১ কিলোমিটার পশ্চিমে একই তারিখ ২৩.৩০ ঘটিকার সময় জয়পুরহাট থানাধীন জামালপুর ইউপির অন্তর্গত দাদড়া পাকার মাথা সাকিনস্থ জনৈক বাবুল মন্ডল এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর আসামীদের এ্যাম্বুলেন্স থেকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে পালানোর চেষ্টাকালে ০১টি লোহার রাম দা, ০১টি চাইনিজ কুড়াল, ০৩টি ধারালো ছোট বড় ছুরি, ০১টি চাপাতি, ০৩টি লোহার পাইপ, ০১টি কাঠের লাঠি, সাদা কালো রংয়ের লাইলোনের দড়ি, ০১টি পুরাতন সাদা রংয়ের এ্যাম্বুলেন্স গাড়ী এবং ০৬টি মোবাইল সেটসহ সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় ১। মোঃ আবির হাসান (২৬), পিতা-মোঃ মন্টু হোসেন, সাং-হাড়াইল (বাবুপাড়া), ২। মোঃ রনি আকরাম (২৭), পিতা মোঃ আঃ আলিম, সাং-সোটাহার উত্তরপাড়া, ৩। মোঃ নয়ন (২৯), পিতা-মৃত আফজাল হোসেন, সাং-হানাইল বম্বু, ৪। মোঃ খুশিবুজ্জামান খুশিব (২৪), পিতা-মোঃ বকুল মিয়া, সাং-হাড়াইল বাবুপাড়া, সর্ব থানা ও জেলা-জয়পুরহাট, ৫। মোঃ হাবিবুর রহমান বাশার (২৭), পিতা-মৃত মোজাহার আলী, স্থায়ী সাং- ছোট মানুষমোড়া, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর, বর্তমান সাং-আরাফাতনগর, থানা ও জেলা- জয়পুরহাটগনদের গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage