লালপুর থানা পুলিশ কর্তৃক ০৬ (ছয়) কেজি শুকনা গাঁজা উদ্ধার

নাটোর জেলার পুলিশ সুপার জনাব লিটন কুমার সাহা পিপিএম-বার এর নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল জনাব মোঃ খাইরুল আলম ও লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ ফজলুর রহমান এর নির্দেশক্রমে ইং ০৭/০৯/২০২১ তারিখ  বিকাল ১৩.০০ ঘটিকার সময় লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক, এসআই(নিরস্ত্র) মোঃ হুমায়ুন কবীর, এএসআই (নিরস্ত্র) মোঃ সেরাফত আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা  তামিল করাকালে ইং ০৭/০৯/২০২১ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় লালপুর থানাধীন ডেবরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ সাবুল (৩৫), পিতা- মোঃ পাকু মন্ডল এর পুকুরের পূর্বপার্শ্বে পাকা রাস্তার উপর  হইতে আসামী ১. (D7HRD) মোঃ সাজবুল (৩৫), পিতা- মোঃ আবুল কাশেম স্থায়ী : গ্রাম- মহিষকুন্দি (অংশ) (মাঠপাড়া) , উপজেলা/থানা- দৌলতপুর, জেলা -কুষ্টিয়া, বাংলাদেশকে একটি বড় সবুজ ও কালো রংয়ের স্কুল ব্যাগ যাহার গায়ে ইংরেজীতে FREE FIRE লেখা আছে যাহার ভিতরে মোটা পলিথিন দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো এবং খাকি কসটেপ দিয়া পেচানো ০১ পোটলা শুকনা গাঁজা, ওজন-৪ (চার) কেজি, মূল্য অনুমান-৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা এবং মোটা পলিথিন দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো এবং হদুল কসটেপ দিয়া পেচানো ০১ পোটলা শুকনা গাঁজা, ওজন-০২ (দুই) কেজি, মূল্য অনুমান-১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা, সর্বমোট- ০৬ (ছয় কেজি) শুকনা গাঁজা, মূল্য অনুমান-৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা এবং আসামীর ব্যবহৃত একটি SAMSUNG টাচ মোবাইল ফোন, যাহার মডেল নং-J4, যাহার আইএমই নং-৩৫৯৪২৯০৯৬০৭৯৫৩৬/০১, ৩৫৯৪৩০০৯৬০৭৯৫৩৪/০১ যাহার সিম নং-০১৭৭৩-১০৯৩৭৫, যাহার মূল্য অনুমান-৮,০০০/- (আট হাজার) টাকাসহকারে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage